শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার প্রশ্ন ফাঁস এবং নকলমুক্ত পরিবেশে সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে জেএসসি এবং জেডেসি পরীক্ষা। এবার প্রশ্ন ফাঁস এবং নকলমুক্ত পরিবেশে সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিকালে শিক্ষামন্ত্রণালয়ে জেএসসি ও জেডেসি পরীক্ষার নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, এখন কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। কিছু অপরাধীমহল প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে সটকে পড়ছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। শিক্ষার্থীদের চেয়ে অভিভাবকরাই প্রশ্ন ফাঁসের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন বেশি।

এদের আহ্বানে সাড়া না দেয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেছেন, যারা এ ধরণের ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরিয়ে দেয়া সরকারের কর্তব্য। প্রশ্নপত্র ফাঁস রোধে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে হলে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Spread the love