শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এবার মা দূর্গা নৌকায় এসেছেন-এম.পি খালিদ মাহমুদ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ বলেছেন, তান্ডব চালিয়ে শারদীয় দূর্গা উৎসব বন্ধ করা যাবে না।অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে এসব নারকীয় ঘটনা ঘটছে।১৯৭১ সালে ধর্মীয় উষ্কানী দিয়ে মুক্তিযুদ্ধে আমাদের বিভক্ত করা হয়েছিল তবুও আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছি।তেমনি আজ জঙ্গিরা হামলা চালিয়ে আমাদের ধর্মের উপর আঘাত আনছে।কোন ধর্মই বলে না অন্য ধর্মের প্রতি আঘাত করতে কিন্তু ধর্মীয় ব্যবসায়ীরা আজ নিজেরা জিহাদের নামে অপপ্রচার চালিয়ে হামলা চালাচ্ছে অন্য ধর্মের সম্প্রদায়ের ওপর।তিনি আরও বলেন,আমরা যার যার ধর্ম পালন করে অন্যের ধর্মকে রক্ষায় সর্বদা এগিয়ে যাব।সেই সব জঙ্গিদের প্রতিহত করবো।ইতিহাস কাউকে ক্ষমা করে না তেমনি যাঁরা আজ ধর্মের প্রতি হামলা চালিয়েছে তাদেরও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।তিনি আরও বলেন,ধর্মীয় ব্যবসায়ীরা আজ সন্ত্রাসবাদ কায়েম করতে চাই।আসুন আজ এই উৎসবকে উৎসব মূখর করে তুলি।ধর্ম যার যার উৎসব সবার।

তিনি আরও বলেন, এবার মা দূর্গা নৌকায় এসেছেন।নৌকার যাত্রাকে অব্যাহতি রাখি।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নায়ারণপুর সিংহের ভবানী মন্ডপে নির্মানাধীন প্রতিমা ভাংচুড়ের ঘটনাস্থল পরিদর্শন করেতে এসে তিনি এসব কথা বলেন।

ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ -এর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুলস্ন কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, বোচাগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি আবু সইদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম ইফতেখারম্নল, ইসলাম খন্দকার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুরশিদুল করিম মুহাঃ ইসতেশাম, পীরগঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষ বিভূতি কুমার রায়,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আখতারম্নল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা পূজা উদযাপনন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার, উপজেলা আ’লীগ সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, আ’লীগ যুগ্ন সম্পাদক কশিরম্নল আলম,আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোজাহারম্নল ইসলাম ও রেজওয়ানুল হক বিপস্নব,ইউনিয়র আ’লীগ সভাপতি অরুন কুমার রায় উপস্থিত ছিলেন । উলেস্নখ্য গত শনিবার ৯ টার দিকে বিদ্যুৎ চলে গেলে নারায়নপুর সিংহের ভবানী মন্ডপে নির্মানাধীন দুর্গা, গনেশ, কার্তিক, স্বরস্বতি ও লক্ষ্মী প্রতিমা উল্টে দিয়ে ভাংচুড় করে দুর্বৃত্তরা। এ বিষয়ে পীরগঞ্জ থানায় নারায়নপুর শিংগের দুর্গা মন্ডপের সভাপতি দিনেশ চন্দ্র রায় বাদি হয়ে অজ্ঞাত কয়েক জনের নামে মামলা করেছেন।মামলা নং ১৯ ,তাং ২৮-৯-১৪ ইং।

 

 

বিষ্ণু পদ রায়

পীরগঞ্জ,ঠাকুরগাঁও

০১৭১৮৬৬৪৭০৫                                    

 

Spread the love