শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সেশন অন পিসিআই অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর এর সহকারী অধ্যাপক (কার্ডিওলজী) মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ শাহরিয়ার কবীর-এর সার্বিক তত্ত্বাবধানে ১৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে বিট বাংলা ইন্টারভেনশনাল থেরাপেউটিক্স  প্রেজেন্টেশন লাইভ সেশন অন পিসিআই সরাসরি ক্যাথল্যাব থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। উক্ত লাইফ সেশন অন পিসিআই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কার্ডিওলজী বিভাগের এসিসটেন্ট প্রফেসর ও বিভাগীয় প্রধান ডাঃ এ.এফ. কবিরউদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কান্তা রায় রিমি। বিশেষ অতিথি ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ আমির আলী, বিএমএ জেলা শাখার সভাপতি ডাঃ এসএম ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডাঃ বিকে বোস, সহকারী পরিচালক এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ডাঃ শাহাদৎ হোসেন।  সম্মানীত অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিভেসুলার ডিসাইস এর চেয়ারম্যান ও কোর্স ডিরেক্টর বিট প্রফেসর এন্ড ডিরেক্টর ডাঃ আফজালুর রহমান, সাবেক পরিচালক প্রফেসর ডাঃ আব্দুল্লাল আলসফি মজুমদার, ডাঃ মোহাম্মদ উল্লাহ ফিরোজ। হৃদরোগীদের হার্টের রক্ত নালীতে রিং পড়ানো ক্যাথল্যাব থেকে সরাসরি কনফারেন্সরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয়। এতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থেকে সরাসরি প্রত্যক্ষ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অপারেশন থিয়েটারের ক্যাথল্যাবে দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞগণ এ কার্যক্রম পরিচালনা করেন।

Spread the love