শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এ্যাড. জুলফিকার হোসেন

এম. আর. মিজান ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জুলফিকার হোসেন। ১৪ জুলাই রোববার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, পার্টির নেতা-কর্মীসহ সমগ্র দেশবাসীর সাথে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় এ্যাড. জুলফিকার হোসেন বলেন, ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে’ এটি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শ্লোগান। এটি ছিল এরশাদের উন্নয়নের শ্লোগান। এই শ্লোগানেই এরশাদ মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকবেন আজীবন। এই শ্লোগানেই স্মরণ হবে এরশাদের নাম। তিনি বলেন, শুধু শ্লোগানেই নয়, অবকাঠামো উন্নয়নে এরশাদ স্মরণীয় হয়ে থাকবেন, তা হলফ করে বলা যেতেই পারে। বিশেষ করে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট নির্মাণে এরশাদ আমলে যে বিশেষ পরিবর্তন এসেছিল, তা ছিল অবিস্মরনীয়। তাঁর আমলের সবচেয়ে আলোচিত বিষয় ছিল গ্রামের উন্নয়ন। গ্রামের উন্নয়ন আলোচনায় এনে এরশাদ ‘পল্লীবন্ধু’ উপাধিও লাভ করেন। উপজেলা ব্যবস্থার প্রবর্তন করে তিনি মূলত স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন। বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করেছিলেন এরশাদ। এরশাদের আমলেই গ্রামে গ্রামে রাস্তাঘাট, পুল, কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে। এ সময় স্কুল-কলেজসহ বিভিন্ন ভবনও তিনি নির্মাণ করে দেন। তিস্তা সেচ প্রকল্প নির্মাণ করে উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে আকাশসম স্বপ্ন দেখেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এ্যাড. জুলফিকার বলেন, নিন্দুকেরা যাই বলুক না কেন, পল্লীবন্ধু এরশাদই গ্রামে-গঞ্জে পল্লী বিদ্যুতের প্রবর্তন করেন। গ্রামে গ্রামে বিদ্যুতায়নের সংযোগ ঘটে তার আমলেই। তিনি বলেন, প্রশাসনের বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এরশাদ ২১টি জেলাকে ভেঙে ৬৪টি জেলা করেছিলেন। জেলা পরিষদে চেয়ারম্যান পদ সৃষ্টি করে গণপ্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, যার কেন্দ্রে ছিল পল্লীর উন্নয়ন। পল্লীবন্ধু খ্যাত এরশাদ গ্রামের উন্নয়নে ইউনিয়ন পরিষদকে অধিক শক্তিশালী রূপ দেয়ার চেষ্টা করেন। তার সময়েই ইউনিয়ন পরিষদের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়। এভাবে একটি মানুষ দেশ ও দেশের মানুষকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত ভেবে গেছেন। তাঁর এসব অবদান দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরন রাখবে। এ্যাড. জুলফিকার হোসেন পল্লীবন্ধুর জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন। সেই সাথে মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নেন, সে দোয়া করেন।

Spread the love