শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এ্যাডঃ মাজহারুল ইসলামের “অন্য এক বসবাস” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন যুগ্ম সচিব রঞ্জিত কুমার দাস

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “অশেষ অপেক্ষার স্বপ্ন স্রোত দেখা হয় নি বৃষ্টি দিনের বৃষ্টি চোখে কচি মেয়ের মুক্তির স্বপ্ন শূন্যমাঠে ধীরে ধীরে সরে যায় অস্থির সময় অনেকটা অনীহার শুদ্ধবোধ নিঝুম একাকিত্বে মৃত্যুহীন জীবন- কবিতার লাইন দিয়ে শুরু করা লেখক ও মানবাধিকার কর্মী এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকারের রচিত অন্য এক বসবাস কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিগন্ত শিল্পীগোষ্ঠী ও দৈনিক আলোকিত দিনাজপুরের যৌথ আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রঞ্জিত কুমার দাস। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আলোকিত দিনাজপুর পত্রিকার সম্পাদক সুব্রত মজুমদার ডলার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সিডিএ’র পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ। আলোচ্চক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হক, কবি ও উপন্যাসিক আজাদ কালাম, মাসুদ মোস্তাফিজ ও সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাডঃ সামসুল রহমান পারভেজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি জাকিয়া তাবাস্সুম জুঁই। অনুষ্ঠানে অন্য এক বসবাস কাব্যগ্রন্থের লেখক মানবাধিকার কর্মী ও বিশিষ্ট আইনজীবী মাজহারুল ইসলাম সরকার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, জীবিকার চেয়ে জীবন অনেক বড়। কবিতা আমার জীবন আর কবিতা চর্চা আমার জীবনের জীবন। আমি যে পেশায় থাকিনা কেন আমার দেখা স্বপ্নগুলো আমি কবিতার মধ্যে তুলে ধরতে চাই। আমার এই কাব্যগ্রন্থ অন্য এক বসবাস সব মানুষের হৃদয়ে স্থান পাবে। এটাই আমার প্রত্যাশা।

Spread the love