শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ মাসেই নতুন আইপ্যাড

নতুন আইপ্যাড এ মাসের ২২ অক্টোবর বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের তুলনায় নতুন মডেলের আইপ্যাড প্রসেসরের দিক থেকে আরও শক্তিশালী এবং কাঠামোর দিক থেকে আরও হালকা-পাতলা হতে পারে। অ্যাপল ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে রেটিনা ডিসেপ্লযুক্ত আইপ্যাড তৈরির ক্ষেত্রে ডিসপ্লে ঘাটতিতে পড়েছে অ্যাপল। এবারের মৌসুমে তাই সীমিতসংখ্যক আইপ্যাড বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। তবে নতুন আইপ্যাড সম্পর্কে অল থিংস ডিজিটালের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল কর্তৃপক্ষ।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বর্তমানে অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাবলেটের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে অ্যাপলের আইপ্যাড মিনিকে।
বর্তমানে বাজারে থাকা আমাজনের তৈরি সাত ইঞ্চি মাপের কিন্ডল ফায়ার ও গুগলের দ্বিতীয় প্রজন্মের নেক্সাস ৭ ট্যাবলেট যেখানে ২৩০ ডলারের মধ্যে কিনতে পাওয়া যায় সেখানে আইপ্যাড মিনির দাম ১০০ ডলার বেশি পড়ে। নতুন আইপ্যাড মিনির ক্ষেত্রে তাই দাম কমানোর বিষয়টি নিয়ে চাপে রয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

Spread the love