শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এ সরকার অবৈধ, অনৈতিক ও অসুস্থ : রিজভী

Rijviবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ সরকার অবৈধ, অনৈতিক ও অসুস্থ। তাদের একমাত্র প্রতিশোধক হচ্ছে ব্যাপক গণআন্দোলনে উৎখাত করা। তিনি বলেন, বাকশালী শাসনের ন্যায় ভিন্ন কৌশলে প্রচারমাধ্যমগুলোকে সরকারি যন্ত্রে পরিণত করার চেষ্টা করছে। গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করার এক সর্বনাশা পথে এগিয়ে চলছে সরকার। আজ সোমবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
রিজভী বলেন, শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণের জন্যই সংবিধানে পঞ্চদশ সংশোধনী সংযোজন করেন। চতুর্থ সংশোধনীর ছায়া হচ্ছে পঞ্চদশ সংশোধনী। আর এখন বিচারপতিদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। অপরাধপ্রবণ আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে রাষ্ট্রের প্রাণশক্তি থাকবে না। বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। ক্রসফায়ার, এনকাউন্টার আর বন্দুকযুদ্ধ সরকারের একমাত্র অর্জন। তাই প্রতিনিয়ত চলছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার বাণিজ্য।

Spread the love