বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়াজিফা সামাদ স্কুলে মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান

এম.আর. মিজান ॥ মেধাবীদের মূল্যায়নের মধ্য দিয়ে একটি উন্নত জাতি বিনির্মান সম্ভব। যারা মেধাবীদের মূল্যায়ন করবে না, তাদের উন্নতি সম্ভব না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মেধাবীদের পাশে দাঁড়ান, আমাদেরকে তার কাছ থেকে শিক্ষা নিয়ে মেধাবীদের পাশে দাঁড়াতে হবে। দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমও শিক্ষার্থীদের যে কোন সমস্যার ব্যাপারে আন্তরিক। তিনি অনেক মেধাবী শিক্ষার্থীকে ব্যাক্তিগতভাবে সহায়তা করেন। তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে খোঁজ-খবর নেন। আমাদেরও তার মত কাজ করতে হবে। অনেক মেধাবী শিক্ষার্থী আমাদের আশে-পাশেই রয়েছে, যাদের একটু সহায়তার হাত বাড়াতে তারা নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারে। প্রত্যেকের যার যার অবস্থান থেকে এ কাজে এগিয়ে আসা অত্যান্ত প্রয়োজন। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের ওয়াজিফা সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ রেজাউল ইসলাম ওই প্রতিষ্ঠানের দুই মেধাবী শিক্ষার্থী মুনমুন খাতুন ও সিমলাকে শিক্ষা উপকরণ ক্রয় বাবদ নগদ অর্থ সহায়তা প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। মুনমুন খাতুন ৭ম শ্রেণীর ছাত্রী এবং সিমলা ৯ম শ্রেণীর ছাত্রী। তারা দু’জনই মেধাবী শিক্ষার্থী। তবে তাদের সামান্য সহায়তার প্রয়োজন, যা তাদের অনেক দূর এগিয়ে নেবে।

Spread the love