শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ভিশনের বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ মোড় সংলগ্ন বন বিভাগ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এএপিএর আয়োজনে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হতদরিদ্র পরিবারের উন্নয়নে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিসি ম্যানেজার অরবিন্দু সিলভেস্টার গোমেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ আব্দুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার দিনো দাস, সাংবাদিক কাশী কুমার দাস, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মুক্তি নারায়ণ রায়, চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জীবন কুমার রায় ও টেনিক্যাল বিশেষজ্ঞ কাজল কুমার দে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। প্রধান অতিথি মোঃ ইমদাদ সরকার বলেন, অভিভাবকরা স্বাবলম্বী হলে তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত হবে। অতি দরিদ্র মানুষদের অর্থনীতি স্বাবলম্বী হবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি জেনেছি যারা বকনা বাছুর পাবেন তারা মাদক বর্জন করবেন। বাল্য বিবাহতে অংশগ্রহণ করবেন না। শিশু নিরাপত্তাসহ তাদের শিশুদের লেখাপড়ার মাধ্যমে মানুষ হিসেবে গড়ে উঠবে। গরুর লালন পালনের জন্য উপকারভোগী প্রতি জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার চেহেলহাজী ইউনিয়নের ৫০ জন উপকারভোগী সহ ৩টি ইউনিয়নের ও দিনাজপুর পৌরসভার মোট ১১০ জন অতি দরিদ্র উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর (গরু) বিতরণ করেন।

Spread the love