শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়ালটন কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শুক্রবার দুপুরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ওয়ালটন কারখানা পরিদর্শন করেন।

মন্ত্রীকে অভ্যর্থনার পর কনফারেন্স হলে ওয়ালটন কারখানার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম শামসুল আলম ও পরিচালক এসএম রেজাউল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর শিল্পমন্ত্রী ওয়ালটনের বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শন করেন। তিনি ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেল ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিন পর্যবেক্ষণ  করেন।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম বলেন, শিল্পমন্ত্রী বাংলাদেশে শিল্প অগ্রগতির একজন অভিভাবক। তাঁর এ পরিদর্শন ওয়ালটনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্ববাজারে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে ওয়ালটন। এ সময় শিল্পমন্ত্রীর এই পরিদর্শন ওয়ালটন সংশ্লিষ্টদের উৎসাহিত করবে।

Spread the love