মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াশিংটনের ভূমিধসে এখনো নিখোঁজ ৯০ জন

USAইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের ভূমিধসের ঘটনায় এখনো ৯০ জন নিখোঁজ রয়েছেন। এই দুর্যোগে এ পর্যমত্ম মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।  এরআগে সরকারি হিসেবে ১৭৬ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হলেও এখন তা কমে ৯০ জনে দাঁড়িয়েছে। বিবিসি বলছে, বুধবার রাতে ৮ জনের মৃতদেহের খোঁজ পাওয়া গেলেও শেষ খবর পাওয়া পর্যমত্ম লাশগুলো উদ্ধার করা যায়নি। ভারী বর্ষণের কারণে শনিবার সিয়াটল থেকে ৫৫ কিলোমিটার উত্তরে ওসো শহরের কাছে ক্যাসকেড পর্বতমালার দুর্গম এলাকায় পাহাড়ের ৫৪ মিটার অংশ ধসে পড়লে ৩০টি বাড়িঘর বিধ্বসত্ম হয়।

 

উদ্ধারকর্মীরা সেখানে জীবিত ও মৃতদের সন্ধ্যানে চষে বেড়াচ্ছে। প্রশিক্ষিত কুকুর, হেলিকপ্টারে এবং লেজার রশ্মি দিয়ে ইমেজিং প্রক্রিয়ায় এলাকাটিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বুধবার রাতে স্নোহোমিশ কাউন্টির জরুরি  ব্যবস্থাপনা পরিচালক জন পেনিংটন সাংবাদিকদের বলেন, পূর্বে নিখোঁজের সংখ্যা বলা হয়েছিল ১৭৬। এখন সেটি কমে ৯০ জনে আনা হয়েছে। কারণ অনেক মানুষকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে অমত্মতপক্ষে ৩৫ জন মানুষকে অজ্ঞাত বলে উল্লেখ করা হয়েছিল। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারছিলেন না, ভূমিধসের সময় ওই ব্যক্তিরা অঞ্চলটিতে অবস্থান করছিলেন কিনা। অবশ্য দিন-রাত উদ্ধার তৎপরতা চললেও কর্তৃপক্ষ বলছে, কাদা-মাটির সত্মূপের নিচ থেকে আর কাউকে জীবিত উদ্ধার করার আশা কম। ১৮৩ মিটার উঁচু ‘হেড স্ক্র্যাপ’ নামের ওই ‘ক্লিফ’ থেকে ৫৪ মিটার অংশের খাঁড়া দেয়াল ধসে পড়ার পর সিয়াটলের জাতীয় সড়কপথের বড় একটি অংশ কাদায় ঢেকে যায়। স্টিলাগুয়ামিশ নদীর প্রবাহ বন্ধ হয়ে বন্যা দেখা দেয়ায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে।

Spread the love