শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কঙ্গোয় ইবোলা আক্রান্ত হয়ে ২ শতাধিক মানুষের মৃত্যু

আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রবিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের প্রায় অর্ধেকই উত্তর কিভু অঞ্চলের বেনি শহরের বাসিন্দা। শহরটিতে আট লাখ লোকের বাস। তবে এ পর্যন্ত মাত্র ২৫ হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ওলে ইলুঙ্গা অভিযোগ করেছেন, দেশটির সশস্ত্র বিদ্রোহীরা টিকাদানে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করছে। গত সেপ্টেম্বরে বেনিতে বিদ্রোহী গোষ্ঠী হামলা চালালে টিকাদান প্রকল্প বন্ধ হয়ে যায়। ওই সময় মাত্র কয়েক ঘণ্টা চলেছিল এ কর্মসূচি। ১৯৭৬ সাল থেকে কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাব চলছে। সর্বশেষ গত জুলাইয়ে দশমবারের মতো দেশটিতে ইবোলা ভাইরাসের সংক্রমণ শুরু হয়।  স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ২৯১ জনের আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে এবং ২০১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

Spread the love