বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কঠিন হয়ে আসছে সাংবাদিকতা পেশা

কঠিন হয়ে আসছে সাংবাদিকতা পেশা। বিশেষ করে যারা ইথিকস এর উপর ভিত্তি করে পেশাদারিত্ব করে তাদের জন্য এখন কঠিন।
এক সময় ছাত্র রাজনীতির একটি জৌলুস ছি্ল, ছাত্রনেতাদের সব শ্রেনীর মানুষ সম্মান করতো, এখন ছাত্র রাজনীতির জৌলস নাই সম্মানও নাই। এর কারন কি, ছাত্র রাজনীতি যখন একটি বিশেষ দলের লেজুড় বৃত্তি হয়ে পড়েছে, ছাত্র রাজনীতি যখন একটি বিশেষ দলের রাষ্ট্র ক্ষমতায় থাকা ও যাওয়ার হাতি্য়ার হয়ে পড়েছে, তখন থেকে ছাত্র রাজনীতির জৌলস ও সম্মান হারাতে বসেছে, তেমনী এখন সাংবাদিকতাও বিশেষ বিশেষ দলের লেজুর বৃত্তিত্বে পরিনত হয়ে পড়েছে। ফলে এখন সাংবাদিকতার পেশাটি বিশেষ করে যারা সাংবাদিকতার ইথিকস নিয়ে কাজ করে তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
সাংবাদিকতার সুরক্ষার বিষয়ে এক গবেষনায় দেখা গেছে সাংবাদিকতার পেশায় যে ঝুঁকি গুলো আসে তার ৮০ ভাগ ঝুঁকি সাংবাদিকরা নিজে সৃষ্টি করে। এর মধ্যে অধিকাংশ দায়ি লেজুড় ভিত্তিক সাংবাদিকতা, একজন সাংবাদিক যখন কোন রাজনৈতিক দলের বড় কর্মি হয়ে যায়, তখন ওই সাংবাদিকের আর কোন ইথিকস থাকেনা। সুধু তাই নয় নিজেকে ওই দলের একজন আস্থাভাজন ব্যাক্তি হিসেবে পরিচিত করতে পেশাদারিত্ব সাংবাদিকদের বিরুদ্ধে ওই নেতা বা দলকে কূমন্ত্রনা দিতে থাকে, এতে করে একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে ওই নেতা ও দলকে দাড় করিয়ে দেয়, এতে করে ওই সাংবাদিককে ঝুঁকির মধ্যে ফেলিয়ে দেয়। এছাড়া লেজুড় ভিত্তির কারনে সাধারন মানুষের ও পাঠকদের বিশ্বাস ও আস্থা হরিয়ে ফেলে।

 

লেখক-মো. রজব আলী।

সাংবাদিক

ফুলবাড়ী, দিনাজপুর

Spread the love