শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কন্যাশিশু দিবসে বাবাদের প্রতি উদাত্ত আহবান

কন্যা শিশু দিবস উপলক্ষ্যে বাবা আর কন্যাদের নিয়ে কেন যেন আজ কিছু কথা বলতে ইচ্ছে করছে। আমাদের বাবাগুলো তাদের মেয়েদের প্রচুর ভালোবাসে। মেয়েদের প্রতি তাদের বাড়তি স্নেহ, মায়া, মমতা থাকে। সে তার একটা মাত্র মেয়ে হোক বা এর বেশি হোক। ব্যতিক্রম ছাড়া, ছেলের চেয়ে মেয়েকেই বাবারা বেশি আদর, যত্ন করে এবং মেয়েরাও কিন্তু বাবাকেই মায়ের চেয়ে একটু বেশিই ভালোবাসে। মাকেও ভালবাসে কিন্তু বাবার প্রতি তার আলাদা বা একটু বেশিই টান থাকে। যাই হোক, যে কথা বলতে চেয়েছি তা হলো, বাবা-মেয়ের এই যে এত ভালবাসা, স্নেহ, আদর-যত্ন, মায়া-মমতা। কিন্তু সম্পত্তি দেবার বেলায় কেন বাবারা আপনাদের আদরের কন্যাটিকে বঞ্চিত করেন? সম্পত্তির বেলায় আপনাদের মেয়ের প্রতি এত ভালবাসা, আদর, যত্ন কোথায় যায়? কন্যা বা মেয়েদের জন্য কি শুধু আদর ভালবাসাই যথেষ্ট ? তাদের কি আর কিছু প্রয়োজন হয় না? টাকা-পয়সা, ধন-সম্পদ কি শুধু ছেলেদের প্রয়োজন? মেয়েদের প্রয়োজন হয় না? কোন কিছুর জন্য মেয়েদের সব সময় অন্যের কাছে হাত পাততে হয়, নতুবা অন্যর মুখাপেক্ষী হয়ে থাকতে হয়।বাবারা কেন বলেন যে, মেয়েকে সম্পত্তি দিলে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে? কেন ভাই বোনের সম্পর্ক নষ্ট হবে? আপনি তো বাবা। আপনার সম্পত্তির উপর আপনার সকল সন্তানেরই সমান অধিকার। কেন আপনি বাবা হয়ে বৈষম্য তৈরি করে চলেছেন। যুগ যুগ ধরে আপনি বাবা হয়ে এই বৈষম্যটি অব্যহত রেখেছেন। মেয়েকে সম্পত্তি দিতে কি কোন আইন লাগে? ধর্মে থাকতে হয়? সম্পত্তি দিতে আপনার মানসিকতাই যথেষ্ট নয় কি? আপনার সম্পত্তি কাকে কাকে দেবেন সে সিদ্ধান্ত তো আপনি নেবেন এবং সেই মোতাবেক তাদের নামে লিখে দেবেন। আমার মতে, শুধুমাত্র ইতিবাচক মানসিকতার অভাবে বাবারা মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন। যা ভীষণ অন্যায়। যার দরুন মেয়েরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারছে না। সারাজীবন তাদেরকে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। পিতা হয়েও আপনি বুঝেও বোঝেন না, দেখেও দেখেন না। সম্পত্তি হচ্ছে মানুষের পাওয়ার বা ক্ষমতা, যা ছেলেদের আছে। মেয়েদের সম্পত্তিও নাই, পাওয়ার বা ক্ষমতাও নেই। যার কারনে আপনার আদরের কন্যাটি অন্যের বাড়িতে গিয়ে অবহেলিত হয়, অপমানিত এবং নির্যাতনের শিকার হয়। যা সে মুখ বুজে সহ্য করে। এভাবে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসার অভাবে অনেকে মারাও যায়। হিন্দু ধর্মে পিতার সম্পত্তি মেয়েরা পায় না। তাতে কি? আপনি তো পিতা। বর্তমান সময়ের বাস্তবতা কি? বাস্তবতার নিরীখে আপনি আপনার সম্পত্তি ছেলে মেয়ে দুজনকেই উইল করে দিতে পারেন। আপনি দিলে কে আপনাকে বাঁধা দেবে? আমার জানা মতে, ভারতে বহু বছর পূর্ব হতেই পিতার সম্পত্তিতে ছেলে মেয়ে উভয়েরই পক্ষে আইন রয়েছে। তাই, সকল কন্যাদের পিতাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, শুধু কন্যাদেরকে পুতুলের ঘর বানিয়ে সংসারের জন্য তৈরি না করে হাতে কলম তুলে দিয়ে সুশিক্ষিত করে তার পাওনাটুকু দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন। এটি এখন সময়ের দাবী। তবেই আপনার আদরের কন্যাদ্বয় সুখে শান্তিতে বসবাস করবে।

লেখক- বিমলা রায়।

উন্নয়ন কর্মী।

Spread the love