শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি মোঃ আব্দুর রাজ্জাক রাজা

মোঃ বেলাল উদ্দিন ॥ মোঃ আব্দুর রাজ্জাক রাজা  দিনাজপুরের একজন সু পরিচিত কবি। কবি হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে সাহিত্য জগতে তার বিচরণ রয়েছে। দিনাজপুরের কবি মরহুম আফজালুর রহমান (চীরসবুজ) এর হাত ধরে রাজ্জাক রাজা সাহিত্য জগতে প্রবেশ করেন। তিনি আমাদের কাছে রাজা ভাই নামে পরিচিত। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি একজন ভালো সাহিত্য সংগঠক। লেখক সংসদ বৃহত্তর দিনাজপুর নামে একটি  তার সংগঠন রয়েছে। সেই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক। এছাড়া তিনি একুশে সাহিত্য, প্রজন্ম সাহিত্য, নিসর্গ সাহিত্য সংগঠনের তিনি একজন সক্রিয় সদস্য। সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান ও মরহুম সাংবাদিক আব্দুল বারী এবং আবুল হাসনাত এর সান্নিধ্যে এসে কিছু দিন সাংবাদিকতা করেছেন তিনি। কিন্তু তিনি সাংবাদিকতা পেশাকে প্রাধন্য না দিয়ে সাহিত্য চর্চাকে প্রাধান্য দেন। তার লেখা কবিতা গল্প দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক কাঞ্চন, দৈনিক প্রতিভা, দৈনিক তিস্তা ও দৈনিক জনমতসহ বিভিন্ন জেলায় প্রকাশিত পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে। ব্যক্তিগত জীবনে আব্দুর রাজ্জাক রাজা একজন ভাবুক প্রকৃতির মানুষ। সহজ সরল মানুষটির ভেতরে রয়েছে আবেগ ভরা ও চঞ্চলতাই পরিপূর্ন, সব সময় তিনি কোন কিছু সন্ধান করেন যা কবিতা ও সাহিত্য রচনা জন্য রসত হয়। আব্দুর রাজ্জাক রাজা ১৯৭০ সালে জানুয়ারী মাসের প্রথম দিনে দিনাজপুর শহরের মুন্সিপাড়া তাল তলায় জন্ম গ্রহন করেন। তার কবিতার সংখ্যা ৪০টি, গল্পের সংখ্যা ১৫টি। তার সম্পাদনায় প্রকাশিত ম্যাগাজিন ৪টিরও বেশি একক কবিতার বই সংখ্যা ২টি ও যৌথ প্রকাশনায় কবিতা ও গল্পের বইয়ের সংখ্যা রয়েছে প্রাই ৬টি। বর্তমানে তিনি সাপ্লাইয়ের ব্যবসায় জরিত একজন ব্যবসায়ী। দিনাজপুর জেল রোডে কলিকাতা টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। তিনি একজন সৌভাগ্য বান কারন তার একমাত্র স্ত্রী সৈয়দা লুবা সুলতানা নিপা একজন কবি ও সাহিত্যিক। পিতা মৃত দানেশ উদ্দিন ও মাতা জুলেখা বেগম এর চার সন্তানের মধ্যে রাজা প্রথম সন্তান। একপুত্র ও এককন্যা রয়েছে, তার, বড়পুত্র আল-আমিন নিলয় দিনাজপুর জিলা স্কুল থেকে একজন এসএসসি পরিক্ষার্থী। এবং কন্যার নাম রিয়ামনি রোজ, সে ২য় শ্রেণীর ছাত্রী। মোঃ আব্দুর রাজ্জাক রাজা দিনাজপুর শহরের বাংলা স্কুল থেকে লেখা পড়া শুরু করেন এবং দিনাজপুর আদর্শ কলেজ থেকে বিএ পাশ করার মধ্যদিয়ে লেখা পড়া শেষ করেন। তিনি মনে করেন একজন লেখক সাহিত্য চর্চার মধ্যদিয়ে নিজেকে প্রকাশ করার সুযোগ পান। পাশাপাশি পৃথিবীর সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করে যান। ইচ্ছা করলেই কবি হওয়া যায় না, যার ভিতর ভাব আছে আর ভাব প্রকাশ করার উচ্ছাস ও ভাষা আছে সেইতো জগতে কবি হয়ে নিজেকে প্রকাশ করেন।

Spread the love