শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পাতা সাহিত্যের মোড়ক উম্মোচন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার কান্তজীউ মন্দির প্রাঙ্গণে বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং কবি ও নাট্যকর্মী ওয়াসিম আহমেদ শান্তর সার্বিক তত্বাবধানে কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পাতা সাহিত্যের মোড়ক উম্মোচন এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো।

সাহিত্য পত্রিকা পাতা সাহিত্যের মোড়ক উম্মোচন করলেন কবি গোলাম কিবরিয়া পিনু। সাহিত্য পত্রিকা পাতা সাহিত্যের উপর মুক্ত আলোচনা করেন ড. মাসুদুল হক, ড. টিটো রেদওয়ান, কবি নূর আলম, কবি জলিল আহমেদ, এ্যাড. সৈয়দ কেরামত হোসেন, সহযোগী অধ্যাপক এনামুল হক, কবি আবুল হোসেন, কবি মাহমুদ আখতার বুলু, গল্পকার শহিদা খাতুন, শিল্পী বিলকিস জান্নাত, কবি ইয়াসমিন আরা রানু, কবি আমিনুল ইসলাম আমিন, কবি ফজলে উদ্দীন, কবি ও সাংস্কৃতিক কর্মী রাজা রায়হান, কবি রোজিনা, কবি মমিনুল ইসলাম, কবি তৈমুর, কবি আখিম আলী, কবি আব্দুল কুদ্দুস, কবি গুলজার, কবি আজিজুল, সাংস্কৃতিক কর্মী জাকির, কবি সালেহুর রহমান বাবুল, পঞ্চগড় জেলার সাহিত্যিক-সংগঠক নাজমুল ইসলাম, কুড়িগ্রামের সাহিত্যিক লিয়াকত আলী আলোসহ অন্যান্য কবি নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মী রবিউল ইসলাম রুবেল, তারাপদ রায়। মোড়ক উম্মোচনের পরে কবি-সাহিত্যিকদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সাহিত্য হচ্ছে মনের খোরাক এবং সমাজের দর্পন। কবিরা সাহিত্য চর্চার মধ্য দিয়ে সমাজের ভালো দিক দিয়ে তুলে ধরে। সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে সাহিত্য পত্র প্রকাশ করে সাধারণ মানুষকে সচেতন করে আসছে।

Spread the love