শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি : জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা গ্রুপের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য কমপে­ক্সের মাধ্যমে গুণগত ও জেন্ডার সংবেদনশীল প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে পারলে মা’দের নিরাপত প্রসব সহ তৃণমূল পর্যায়ে সাধারন জনগনের স্বাস্থ্য সেবা প্রাপ্তি সম্ভব হবে। সেবা গ্রহণকারীদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে। স্থানীয় সরকারের হস্তক্ষেপে কমিউনিটি ক্লিনিকগুলো যাতে জাগ্রত থাকে সে প্রচেষ্টাই আমাদের চালাতে হবে।

গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ল্যাম্ব হাসপাতালের আয়োজনে প­্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ডাবি­উএইচসিএম প্রকল্পের অওতায় জেন্ডার এ্যাডভোকেসি, লবি মিটিং এবং কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিভিল সার্জেন দিনাজপুর ডাঃ মোঃ নুরুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ল্যাম্ব এর নির্বাহী পরিচালক ডাঃ স্টিফেন উইথিংটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল্যাম্ব প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক স্মিতা হাসদা, প­্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রগ্রাম ইউনিট ম্যানেজার মোঃ মোবারক হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী, পরিবার পরিকল্পনা বিভাগের ভরপ্রাপ্ত উপ-পরিচালক লায়লা আঞ্জুমান আরা। ডাব্লিউএইচসিএম এর প্রজেক্ট ব্রিফিং দেন প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রগ্রাম ইউনিটের প্রজেক্ট ম্যানেজার ডাঃ অসিত দাস। সিসি বিষয়ক প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন ল্যাম্ব এর টেকনিকাল কো অডিনেটর মোঃ আব্দুল হালিম। মুক্ত আলোচনা করেন দৈনিক উত্তর বাংলা পত্রিকার সম্পাদক মোঃ মতিউর রহমান, দিনাজপুর ওমেন এন্ড চাইলড রাইডস এলাইন্সের সভাপতি ও এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, ডাঃ মোনসিন বিল্লাহ আজাদ, শহিদুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ মোসলেম উদ্দিন, আব্দুল হাকিম সহ উপজেলা চেয়ারম্যান, উপজেলা পঃপঃ কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ। উলে­খ্য ল্যাম্ব ও প্ল্যান দিনাজপুর জেলায় ১৩টি উপজেলায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে।

Spread the love