বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে শক্ত ও সচেতন থাকুন: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস ইস্যুতে আতঙ্কিত না হয়ে শক্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফিং করে জানান,“এনইসি বৈঠক শুরুর প্রথম এক ঘণ্টা করোনা নিয়ে আমরা আলোচনা করেছি। এসময় প্রধানমন্ত্রী বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী আরো জানান, ‘প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো করোনা মোকাবেলা করতে হবে, কাজও করতে হবে। করোনা বৈশ্বিক সমস্যা আমরা স্বীকার করি। বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার মানে এই নয় যে আতঙ্ক ছড়িয়ে, কাজ-কর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।’


মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণকে সুরক্ষা দেওয়া। এ জন্য খুব সীমিত কিছু করার স্বাধীনতা আমাদের আছে। আমাদের সচেতন হতে হবে। এক ধরনের সেল্ফ কোয়ারেন্টিন। নিজেকে নিজে কোয়ারেন্টিন করা। এখন প্রযুক্তির যুগ। মোবাইল, ল্যাপটপ ব্যবহার করা যায়। যোগাযোগ করা যায়। অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দায়িত্ব পালন করুন। তাই বলে দায়িত্বে আমরা ঢিলেমি দেব না। এসব কথাই বলেছেন প্রধানমন্ত্রী।’

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে এ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে দেশে এ যাবৎ মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৭। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। পরিবারের একজন ইতালি থেকে ফেরত আসার পর তার সংস্পর্শে অন্যরা আক্রান্ত হয়েছেন।

Spread the love