শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনার বিস্তৃতি ঠেকাতে ঘরবন্দি ডায়াবেটিস ব্যাক্তিদের ফোনে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ডা. ডি সি রায়

রফিক প্লাবন, দিনাজপুর ॥- বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের সাধারন ছুটি ঘোষনা করেছে সরকার। ছুটিতে সাধারন মানুষ যাতে ঘরে থাকে সেজন্য সড়কে নেমেছে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা। একদিকে করোনা আতংক ও অন্যদিকে সকল প্রকার গনপরিবহন বন্ধ থাকায় দিনাজপুরে চরম দূর্ভোগে পড়েছেন রোগীরা। তবে এর বেশি প্রভাব পড়েছে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের। অন্যদিকে করোনা আতংকে দিনাজপুরে কয়েক দিন আগে থেকেই অধিকাংশ চিকিৎসক তাঁদের ব্যক্তিগত চেম্বার বন্ধ রেখেছেন।

এদিকে ছুটি ও চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকলেও যাতে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত সেবা পরামর্শ পায় সেই সুযোগ করে দিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডি সি রায়। তিনি সম্প্রতি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সমন্ধে একটি বার্তা লিখেন। সেখানে তিনি লিখেন- সন্মানিত যে সব ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি আমার কাছে নিয়মিত চিকিৎসা সেবা গ্রহন করেন এবং দিক নির্দেশনা মোতাবেক বাড়ীতে রয়েছেন তাহারা ডায়াবেটিস সংক্রান্ত জরুরী প্রয়োজনে সকাল ১০টা-বেলা ১টা পর্যন্ত কল করতে পারেন ০১৭৩০৮৪০৮৪৬ বা  ০১৭০৬৩০৪৪০০ নম্বরে অথবা এসএমএস পাঠাতে পারেন ০১৭১৮১৬৯৯৯৯ এই নম্বরে । বাড়ীতেই থাকুন-ভালো থাকুন । এ ব্যাপারে ডাক্তার ডি সি রায়ের সাথে কথা হলে তিনি জানান, ডায়াবেটিস এমন রোগ যা হঠাৎ করে সুগারের পরিমান কম বেশি করে। করোনা আতঙ্কে সাধারণ মানুষ বাসা থেকে বের হচ্ছে না। চিকিৎসা পরামর্শ নিবে কিভাবে ? তাই এই বৈশ্বিক দুর্যোগ মুহূর্তে ডায়াবেটিস রোগীরা যদি আমার সাথে ফোনে যোগাযোগ করে পরামর্শ নিয়ে সুস্থ্য থাকতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। ইতিমধ্যে বেশ কয়েকজন আমাকে ফোনও করেছে।

Spread the love