শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধ ও মোকাবিলায় বীরগঞ্জে ড্রিম এসোসিয়েশনের সৌজন্য ৫শতাধিক পরিবারে সাবান বিতরণ।

খগেশ রায় রতন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজপাড়া ইউনিয়নের চকবানারশী ও নিজপাড়া গ্রামে শিক্ষার্থীদের সংগঠন  ড্রিম এসোসিয়েশনের সৌজন্যে প্রায় ৫শতাধিক পরিবারে করোনা ভাইরাস সম্পর্কিত  সচেতনতা সৃষ্টি ও ডেটল সাবান বিতরণ। ড্রিম এসোসিয়েশনের অন্যতম  প্রতিষ্ঠাতা সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মোর্শেদ হাসান আসিফ জানানকরোনা ভাইরাস নিয়ে গ্রামের প্রত্যন্ত  মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষ গুলো অনেকেই নিরক্ষর, তারা সচেতনতা লিফলেট পড়তে পারে না, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে পারে না। তাই আমরা শিক্ষার্থীরা চেষ্টা করছি প্রত্যন্ত গ্রামের এই নিরক্ষর, নিরীহ মানুষগুলোর ভীতি দূর করতে ও সচেতনতা সৃষ্টি করতে।আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা গত ২৩মার্চ থেকে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আমাদের টিফিনের পয়সা বাঁচিয়ে ড্রিম এসোসিয়েশনে সঞ্চয় করি। সেই ছোট সঞ্চয়ের অর্থ দিয়ে আমরা প্রায় ৫শতাধিক ডেটল সাবান সংগ্রহ ও বিতরণ করেছি। 
সচেতনতা সৃষ্টিতে ব্যাস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন ড্রিম এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ খাদিমুল ইসলাম, প্রদীপ রায় জিতু, আরিফ মাসুম পাভেল, মোঃ ফারুক হোসেন, দিনাজপুর  আদর্শ কলেজের শিক্ষার্থী সৈকত ইসলাম সাগর, দিনাজপুর ইনিস্টিউট অব সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থী মেহেদী হাসান শাকিল,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুবক্কর সিদ্দিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মতিউর রহমান, পলিটেকনিক কলেজের শিক্ষার্থী মোখলেছুর রহমান, শুভ রায়, রিপন ইসলাম,  ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-কাফি, ও অনান্য সদস্যরা।

Spread the love