শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা রুখতে কেনিয়ায় ভক্তদের ডেটল পান করালেন পাদ্রি, নিহত ৫৯

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে দক্ষিণ আফ্রিকায় একজন খ্রিস্টান পাদ্রির (ফাদার) উপদেশে তরল জীবাণুনাশক ‘ডেটল’ পান করে ৫৯ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম কেনিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, রুফুস ফালা নামে ওই খ্রিস্টান পাদ্রি সম্প্রতি করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য গির্জার মধ্যে নিজ হাতে ভক্তদের ডেটল পান করান। পরে ডেটল পানকারী ৫৯ জনের মৃত্যু হয় এবং আরও চারজন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, ওই পাদ্রির অনুসারীরা মনে করেছিলেন ডেটল পান করলে তারা করোনাভাইরাসে আক্রান্ত হবেন না। এ সম্পর্কে ফাদার রুফুস ফালা দাবি করেছেন,  তিনি জানতেন ডেটল খাওয়া মারাত্মক ক্ষতির কারণ। কিন্তু সৃষ্টিকর্তা (গড) তাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি নিজে সবার আগে ডেটল খেয়েছেন বলেও দাবি করেন। তবে তিনি কি পরিমাণ খেয়ে বেঁচে আছেন এবং তার ভক্তরা কতখানি খাওয়ার কারণে মারা গেছেন তা জানা যায়নি। তবে ডেটল পান করার উপদেশ এবারই প্রথম দেননি ফাদার রুফুস ফালা। এর আগেও তিনি তার ভক্তদেরকে রোগ থেকে মুক্তি পেতে ও শরীরকে সংক্রমণ মুক্ত করতে ডেটল পান করার পরামর্শ দিয়েছিলেন। এর আগে ২০১৮ সালে ওই পাদ্রি এক ভক্তকে ডিটারজেন্ট খাওয়ার উপদেশ দেন।

Spread the love