শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কর্মজীবী নারী’র রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

কাশী কুমার দাস স্টাফ রিপোর্টার ।। ‘‘সকল নারী কর্মজীবী নারী’’-এই শেস্নাগানকে সামনে রেখে গতকাল ৯ ডিসেম্বর কর্মজীবী নারী দিনাজপুর আয়োজিত খাজা নাজিমুদ্দিন হল ও পাবলিক লাইব্রেরীর হল রুমে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মজীবী নারী দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সিরাজুম মুনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ্যাড. লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সদস্য সচিব নুরুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিলকিস আরা, মৌসুমী ফেরদৌসী, হাসমাতুন নাহার, ঝর্ণা মজুমদার, আরুফা বেগম, আয়শা বেগম প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ্যাড. কহিনুর চিশতী।

বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। পুরুষ শাসিত সমাজের শোষণ- শাসনের শৃঙ্খল ভেঙ্গে বাঙালী নারীকে সভ্যতার আলোকবর্তিকা দেখাতে চেয়ে ছিলেন। নারী যে মানুষ এই মানবিক ও অধিকারকে বেগম রোকেয়া প্রতিষ্টিত করতে আজীবন মেধা ও শ্রম দিয়ে সংগ্রাম করে গেছেন। নারী শিক্ষা ও নারী অধিকার বিরোধী সমাজের বিরুদ্ধে তিনি যুগ্ধ করে নারীর মদর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

Spread the love