শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কলকাতায় চলচ্চিত্র উৎসবে বড় পর্দায় খাঁচা ও ড্রেসিং টেবিল

দ্বিতীয়বারের মতো কলকাতায় বসতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানকার দর্শকরা বড় পর্দায় দেখতে পারবেন বাংলাদেশের মোট আটটি ছবি। এরমধ্যে দুটি ছবি এখন পর্যন্ত চূড়ান্ত করেছে উৎসব কর্তৃপক্ষ এবং দুটিই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল প্রশংসিত ছবি।

আসছে ২৫ জুন কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। যেখানে দেখানো হবে মোট আটটি চলচ্চিত্র, তারমধ্যে দুটি চূড়ান্ত হয়েছে। একটি আবু সাঈদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ড্রেসিং টেবিল’ এবং অন্যটি আকরাম খান পরিচালিত প্রশংসিত ছবি ‘খাঁচা’।

উৎসব আয়োজক হিসেবে আছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া। কলকাতার নন্দনে দেখানো হবে ছবিগুলো। এমনটাই জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া-এর সাবেক সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার। শিগগির বাকি ৬টি চলচ্চিত্রের তালিকাও প্রকাশ করা হবে বলে জানান তিনি।

কলকাতার বড় পর্দায় ‘খাাঁচা’ প্রদর্শিত হতে যাচ্ছে এমন খবরে উচ্ছ্বসিত নির্মাতা আকরাম খান বলেন, ‘খাঁচা’ ওপার বাংলার মানুষরা বড় পর্দায় দেখার সুযোগ পাবে এটা আমার জন্য খুব আনন্দের। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত ‘খাঁচা’য় পশ্চিম বাংলার মানুষ দেশ ভাগের প্রেক্ষাপটে ভাঙাবাংলার এক অন্যরকম যণ্ত্রণার গল্প দেখতে পাবেন যা এখনও খুবই প্রাসঙ্গিক ও সমসাময়িক।

কলকাতায় এখন বেশ জনপ্রিয় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘খাঁচা’ ছবিটি সেখানে প্রদর্শিত হলে সেখানকার দর্শক অন্য জয়াকে আবিষ্কার করবে জানিয়ে আকরাম খান আরো বলেন, কলকাতার মানুষ তাদের প্রিয় অভিনেত্রী জয়া আহসান কে অনবদ্য সরোজীনি রূপে আবিষ্কার করবে এপার বাংলার খাঁচাতে।

এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া দুটি ছবিই বিভিন্ন ফেস্টিভালে বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে নন্দিত নির্মাতা আবু সাইয়ীদের ‘ড্রেসিং টেবিল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ৪০তম মন্ট্রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে। সিনেমাটিতে অভিনয় করছেন তারিন রহমান, একে আজাদ, তাসকিন সুমি, আরমান পারভেজ মুরাদ, নাদিয়া, ইফফাত তৃষা, তানিয়া রহমান, আতাউর রহমান, কেএস ফিরোজ, মোহাম্মদ বারী, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।

অন্যদিকে গেল বছরে বড় পর্দায় মুক্তি পাওয়া ‘খাঁচা’ চলচ্চিত্রটিও সিনেবোদ্ধাদের প্রশংসা কুড়োয়। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন আকরাম খান ও আজাদ আবুল কালাম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ভারত বিভাগের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আরমান পারভেজ মুরাদ, রানী সরকার প্রমুখ।

Spread the love