বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

“কলসের মধ্যে ব্যাঙ” দিনাজপুরের তরুণ পরিচালক এ্যালেক্সজান্ডার পরিচালনায়

পূর্ণ দৈর্ঘ্য ছবির শুভ মুক্তি পেতে যাচ্ছে
৩টি গল্প নিয়ে ৯০ মিনিটের এই পূর্ণ দৈর্ঘ্য ছবিটিতে নেংটা বাবার ভুমিকায় তুলে ধরেছে গ্রামীণ জনপথ দদুল্লোমান বিশ্বাসের চিত্রায়ন।
“কলসের মধ্যে ব্যাঙ” ছবির শুটিং এর কাজ দিনাজপুর শহরের রাজবাড়ী, দক্ষিণ কতোয়ালীর খানপুর ও বিরল উপজেলার কিছু এলাকায় সম্পন্ন করা হয়। ছবিটি তৈরি করতে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে হয় এবয় সময় লাগে প্রায় ১ বছর।
ছবিটিতে গ্রামীণ জীবণ যাত্রার সাধু নেংটা বাবা’র বিভিন্ন কর্যক্রম তুলে হরা হয়েছে। ছবিটিতে নেংটা বাবার ভুমিকায় ভাস্কর রাষা, চেয়ারম্যান এর ভুমিকায় দিলু মজুমদার, সাংবাদিক এর ভুমিকায় দীপক সুমন, শীষ্য’র ভুমিকায় এ কে আজাদ সেতু, সংগীতে প্রদিপ মোহন্ত, ক্যামেরায় সুমন সরকার রয়েছেন। ছবিটি পরিচালনায় গাওসে এ্যালেক্সজান্ডার ছবিটি আগামী ২০২১ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে বলে ছবির পরিচালক এ্যালেক্সজান্ডার জানান।
দিনাজপুরের তরুণ পরিচালক এ্যালেক্সজান্ডার এর পরিচালনায় “কলসের মধ্যে ব্যাঙ” পূর্ণ দৈর্ঘ্য ছবির ট্রেইলার বর্তমানে ইউটিপ চ্যানেলে ব্যপক সারা পড়েছে।

Spread the love