বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাউনিয়ায় অতিরিক্ত টোল আদায়ে ইজারাদারকে জরিমানা

রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় টেপামধুপুর হাটে পশু ক্রয় ও বিক্রয়ে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে হাট ইজাদারের পক্ষে রশিদ লেখক আমজাদ হোসেনকে ১৫ দিনের কারাদন্ড অনাদায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেসমিন নাহারের এ কারাদন্ডের রায় দেন। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহমেদসহ কাউনিয়া থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী কামরুজ্জামান মন্ডল জানান, উপজেলার টেপামধুপুর হাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভিযান চালায়। এ সময় গরু ও ছাগলের ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত টোল আদায় করার বিষয়টি সত্যতা পেলে হাট ইজাদার মোফাকখখারুল ইসলাম স্বপন গংদের পক্ষে রশিদ লেখক আমজাদ হোসেনকে ১৫ দিনের কারাদন্ড অনাদায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে জরিমানার টাকা পরিশোধ করলে রশিদ লেখক আমজাদকে ছেড়ে দেয়া হয়। এছাড়া মেয়াদউত্তির্ণ কীটনাশক ও অনুমোদনহীন ধান বীজ মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী শফিকুল ইসলামকে ৭ দিনের কারাদন্ড অনাদায় ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তথ্যের সত্যতা নিশ্চিত করে কমিশনার (ভূমি) মোছা. জেসমিন নাহার জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (৪০) ধারায় অপরাধীকে কারাদন্ড অনাদায়ে জরিমানা করা হয়েছে।  তিনি বলেন ভোক্তারা কোনভাবে প্রতারিত না হয় সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love