শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কানিজ ফাতেমা বেগম এর স্মৃতি স্মরণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এএসপি (অপরাধ) মিজাপুর রহমান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান মিজান বলেছেন, একমাত্র খেলাধুলাই পারে জাতিকে মাদকমুক্ত সুন্দর সমাজ উপহার দিতে। খেলাধুলা সুস্থ্য দেহ ও সুন্দর মনের বিকাশ সাধন করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা আলোকিত করতে পারে ক্রীড়া।
৩১ ডিসেম্বর রোববার বিজয় মাস উদযাপন ও কানিজ ফাতেমা বেগমের স্মৃতি স্মরণে ঘুঘুাডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে ফাতেমা-মঈন উদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অবসরপ্রাপ্ত বীমা কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম (লাবুন), কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিলকিস আরা বেগম, দেলোয়ারা বেগম, আলহাজ্ব মোঃ আজগার উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোঃ ওহেদুজ্জামান চৌধুরী, মোস্তাফিজুল ইয়াজদানী চৌধুরী, মোঃ মাহামুদুন্নবী চৌধুরী, বিদ্যালয় ও কলেজের ভাপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন প্রমুখ।

Spread the love