বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কান্তনগর রাস মেলার যাত্রা পেন্ডেলে ককটেল হামলার বিচার ও বিনোদন ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর কাহারোলের কান্তনগর রাস মেলার যাত্রা পেন্ডেলে ককটেল হামলার বিচারের দাবি ও বিনোদন ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন করেছে উপজেলা পুজা উদযাপন পরিষদ ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে ঘন্টা ব্যাপি কান্তনগর পর্যটন রেস্তোরা সড়কের সামনে মানবন্ধন কর্মসুচী পালন করেন ।

মানবন্ধন কর্মসুচিতে অংশ গ্রহন করেন কান্তনগর রাম মেলা পরিচালনা কমিটির সদস্যা , মেলা এজারাদার সদস্যরা , যাত্রা পেন্ডেলের শিল্পরাসহ বিনোদন প্রিয় মানুষেরা ।

মানববন্ধনে মেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রনজিৎ রায় মিরু বক্তরা বলেন গত ২৫ নভেম্বর থেকে মাস ব্যাপি কান্তনগর রাস মেলা পরিচালনার জন্য অনুমতি প্রদান করা হয়েছে । গত ৪ঠা ডিসেম্বর ভোলানাথ অপেরা যাত্রা পেন্ডেলে ককটেল হামলা হওয়ার পর সকল প্রকার বিনোদন মুলক সার্কাস , যাত্রা , মোটর সাইকেল খেলাসহ অন্যান্য বিনোদন ব্যবস্থা নিরাপত্তার অজু হাতে প্রশাসন বন্ধ করে দেয় ।

এজারাদার হারিচ আলী শাহ বলেন বর্তমানে মেলায় বিনোদন ব্যবস্থা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে বলে মেলা পরিচালনা কমিটি দাবি করেন । তাই অচিরেই   যাত্রা পেন্ডেলে ককটেল হামলার বিচারের দাবি ও বিনোদন ব্যবস্থা চালুর দাবী করেন ।

Spread the love