বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাভানার কাছে ক্ষমা চাইলেন ট্রাম্প

অামেরিকার নতুন প্রধান বিচারপতি ব্রেট কাভানার কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (০৯ অক্টোবর) হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে কাভানার কাছে ক্ষমা চান তিনি।

ট্রাম্প বলেন, সম্প্রতি কাভানার বিরুদ্ধে যে মিথ্যা প্রচার চালানো হয়েছে তার জন্য জাতির পক্ষ থেকে আমি কাভানা ও তার পুরো পরিবারের প্রতি ক্ষমা প্রার্থনা করছি।

এসময় কাভানা যে মারাত্মক চাপ এবং মিথ্যা অপবাদ সহ্য করেছেন তার প্রতি সমবেদনা জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, কাভানার বিরুদ্ধে অভিযোগটি ছিল মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এর মাধ্যমে বিরোধীরা ফায়দা লাভ করতে চেয়েছিল।

এর আগে কাভানার বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ উঠলে বিচারপতি হওয়ার বিষয়টি হুমকির মুখে পরে।

পরে দেশটির তদন্ত সংস্থা এফবিআই-এর তদন্তের পর গত শনিবার সিনেটরদের ৫০ জনের মধ্যে ৪৮ জনের ভোটে পেয়ে তিনি প্রধান বিচারপতি নির্বাচিত হন।

এদিকে ট্রাম্পের মনোনিত কাভানার বিচারপতি হওয়ার বিষয়টি ট্রাম্প প্রশামনের জন্য অন্যতম বড় বিজয় বলে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা।

এর আগে প্রফেসর ক্রিসটাইন ব্লেসি ফর্ড কাভানার বিরুদ্ধে যৌন নির্যাতনে অভিযোগ আনেন। তিনি বলেন, ১৯৮২ সালে এক পার্টিতে কাভানা তার ওপর যৌন নির্যাতন করেন।

তার অভিযোগ আনার পর আরো দু’জন নারী কাভানার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন।

তবে কাভানার বিরুদ্ধে যে অভিযোগগুলো অনা হয়েছিল সেগুলোকে মিথ্যা ও হাস্যকর অভিযোগ বলে অখ্যায়িত করেছিলেন ট্রাম্প।

সূত্র: বিবিসি

Spread the love