মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারাভোগ শেষে হিলি সীমামত্ম দিয়ে ৪ বাংলাদেশী ফিরলেন

দিনাজপুর প্রতিনিধি: ভারতের কারাগারে জেল খেটে হিলি সীমামত্ম দিয়ে দেশে ফিরেছে ৪ বাংলাদেশী কিশোর। তারা ২ বছর ২ মাস ১৫ দিন ভারতের দুর্গাপুর জুভেলিয়ান জাস্টিস হোমে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে হিলি ইমিগ্রেশনের কাছে তাদের হসত্মামত্মর করেছে ভারত হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

২০১১ সালের ৮ জুলাই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সীমামত্ম এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

দেশে ফেরা ৪ কিশোর হলো-মাদারীপুর জেলা সদরের কুমিত্মপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে ইসমাইল খান (১৬),একই জেলার  চরচাষাড় (জালালপুর) গ্রামের লিটন হাওলাদারের ছেলে সানজিদ হাওলাদার (১৬), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামের খুদিরাম রায়ের ছেলে অনিমেষ চন্দ্র রায়(১৭) ও সাধন চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায়(১৬)।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খাজা মুদ্দিন সংবাদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love