শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারা জিতলেন গোল্ডেন বুট, বল, গ্লাভস

বিশ্বকাপে যিনি সবচেয়ে বেশি গোল দেবেন তিনিই পাবেন সোনার জুতা। অনেক সময় ফাইনালের আগেই বলে দেয়া যায় কে জিতবেন সোনার জুতা। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া দলেও কেউ এ পুরস্কার জিততে পরেন।

বিশ্বের সেরা ফরোয়ার্ড এখন ইংল্যান্ডের হ্যারি কেইন। তিনিই সর্বোচ্চ ৬ গোল করে জিতে নিয়েছেন সোনার জুতা। তবে সমালোচকরা বলছেন, এই সোনার জুতা জয় নাকি সবচেয়ে অকর্মা সোনার জুতা জয়।

গ্যারি লিনেকারের পর আরেক ইংলিশ খেলোয়াড়ের হাতে এই সম্মান উঠল।

গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার লুকা মদরিচ। যেভাবে পুরো টুর্নামেন্ট খেলেছেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার তার প্রাপ্য। তবে ফাইনালে উঠে হেরে গিয়েও এই পুরস্কার জেতা অনেকটা সান্ত্বনা পুরস্কারের মতো মনে হয়। গতবার যে অনুভূতি হয়েছিল লিওনেল মেসির। এবার হলো আরেক এলএম টেন-এর। লুকা মদরিচ যে চ্যাম্পিয়নস লিগের স্বীকৃতিগুলোই দিয়ে দিতে চেয়েছিলেন এক বিশ্বকাপ জেতার জন্য।

কিলিয়ান এমবাপ্পেও এবার গোল্ডেন বলের দাবিদার ছিলেন। তবে তিনি পেয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া।

Spread the love