শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারিগরি দক্ষতা সম্পন্ন মানুষের চাহিদা বাড়ছে, আমাদের সে সুযোগ কাজে লাগাতে হবে-দিনাজপুর জেলা প্রশাসক

Dc Dinajpurদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল-রাজী বলেছেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আমাদের দক্ষ মানব সম্পদকে কাজে লাগাতে হবে। কারণ বিশ্বে কারিগরি দক্ষতা সম্পন্ন মানুষের চাহিদা বাড়ছে। আমারা সে সুযোগ কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে।

গত বুধবার সকাল ১১টায় বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের নরেশ চক্রবর্তী মিলনায়তনে বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ, সেলাই মেশিন ও ইলেক্ট্রিক-মেকানিক্যাল যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের প্রোগ্রাম পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর, বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের উপ-প্রোগ্রাম পরিচালক মোঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ভবাণী শর্মা এবং যুথিকা রায়।

অনুষ্ঠানে ৪১ জন শিক্ষার্থীকে ১টি করে সেলাই মেশিন এবং ৩৫জনকে ইলেক্ট্রিক ট্রেড মেকানিক্যাল যন্ত্রপাতি প্রদান করা হয়।

বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের উপ-প্রোগ্রাম পরিচালক মোঃ আব্দুল মান্নান জানান, ১৭তম ব্যাচে ১১৭জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে বিভিন্ন কারণে ১০ জন শিক্ষার্থী ঝরে পড়ে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৭৬জনকে উল্লেখিত সামগ্রী প্রদান করা হয়।

Spread the love