বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি : ২ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ২ সদস্য নিহত হয়েছে।

আজ রবিবার ভোরে শুরু হওয়া গোলাগুলি এখনো অব্যাহত আছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিএসএফের এক সিনিয়র কর্মকর্তা জানান, জম্মু আন্তর্জাতিক সীমান্তের আখনুর সেক্টরে ভোরে গুলি শুরু হয়। কোনোরকম প্ররোচনা ছাড়াই চালানো এ গুলিতে বিএসএফের দুই সদস্য গুরুতর আহত হয়। আহত দুই বিএসএফ সদস্যের একজন সাব সহকারী উপপরিদর্শক। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

বিএসএফ কর্মকর্তা বলেন, সীমান্তের ওপার থেকে গুলি অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন। এর পর বিএসএফ পাল্টা গুলি করে।

গত মঙ্গলবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমওদের মধ্যে হটলাইন আলাপে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার ব্যাপারে একমত হয় উভয় দেশ।

Spread the love