শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীকতা বিষয়ক ওয়ার্কশপ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ “রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি”- “শিক্ষায় সমান সুযোগ চাই, একীভূত শিক্ষার বিকল্প নাই” এই প্রতিপাদ্য গুলোকে সামনে রেখে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিবিলিটিজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ১৬ মে বুধবার দিনাজপুরের কাহারোল উপজেলায় দিনব্যাপী অডিটোরিয়াম হল রুমে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীকতা বিষয়ক অরিয়েন্টেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত। উক্ত ওয়ার্কশপটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। উক্ত ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রতিবন্ধী শিশুদের পিতা-মাতা ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন। ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে ছিলেন, রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এবং মাস্টার ট্রেইনার অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ মোঃ হারুন-উর-রশীদ, জয়পুর হাট সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক এবং মাস্টার ট্রেইনার অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ মোঃ খাইরুল আলম, কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্ন্দপ নারায়ন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ।

Spread the love