বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে অটো মোবাইল ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে মাঝে সনদপত্র এবং সহায়ক উপকরণ বিতরণ

মোঃ রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুর প্রতি শারীরিক সহিংসতা রোধ ও ঝুকিপূর্ণ শিশু শ্রম প্রকল্পের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র সৌজন্যে ২ মাস ব্যাপী অটো মোবাইল ও মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ পরবর্তি শিশুদের মাঝে সনদ পত্র এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩১ জন শিশুর মাঝে সনদ পত্র ও অটো মোবাইল ও মোবাইল ফোন সার্ভিসিং এর যন্ত্রাংশ উপকরণ করা হয়েছে। ১৬ এপ্রিল সোমবার বিকেল ৩ টায় পাইকপাড়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র ম্যানেজার চিত্রা চিসিম, শিশু শ্রম পরিবেক্ষণ কমিটি ও কাহারোল রিপোটার্স ইউনিটের সভাপতি মোঃ রশিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র প্রোগ্রাম অফিসার পলাশ জেমস সহ প্রোগ্রাম অফিসার মেনকা রায়। অনুষ্ঠানটি সার্বিক ভাবে সঞ্চালনা করেন, স্পন্সরশীপ প্রোগ্রাম অফিসার প্রদীপ হাসদা। অনুষ্ঠানে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি/সম্পাদক/সদস্য ও পিতা-মাতা অভিভাবকবৃন্দ।

Spread the love