শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি সম্পত্তিতে সমাধি বানিয়ে দখলে নেওয়ার চেষ্টা

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্মশান বানানোর জন্য মানুষ না মরলেও সমাধি বানিয়ে সরকারি সম্পত্তি দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রবিবার দুপুর ১২ টায় হঠাৎ অনুপ্রবেশপূর্বক অবৈধ ভাবে সমাধি স্থাপন চেষ্টাকালে কাহারোল উপজেলা সহকারি ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম সংবাদ পেয়ে ওই দিনে দুপুর আড়াইটার দিকে সমাধি ভেঙে দিয়েছেন। এ বিষয়ে কাহারোল উপজেলা সহকারি ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম জানান, উপজেলার সাহাপাড়া গ্রামের এস.এ ০২ নং খতিয়ানের ১৯২ নং দাগে ৬.৮৮ একক জমি ও নালিশী জমি বাংলাদেশ গেজেটের ১৮৩৩ ও ১৮৩৪ পৃষ্ঠায় আর্পিত ‘ক’ তফসিলে তালিকা ভুক্ত ভিপি লিজ মূলে জমি ইতিপূবে ১২ জন ব্যক্তির নামে বাংলা ১৩৭৩ সন পর্যন্ত ইজারা প্রদান করা হয়। মূল ইজারা গ্রহীতাগন মারা যাওয়ায় পরবর্তীতে তাদের ওয়ারিশগণের নাম পরিবর্তন সাপেক্ষে বকেয়াসহ হালসনের ইজারা নবায়নের জন্য আবেদন করেছেন এবং আবেদন অনুযায়ী কাজকর্ম চলমান আছে। নালিশী জমি নিরঙ্কুশভাবে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং বর্তমানে নালিশী জমি সরকারের পূর্ণ জমি সরকারের দখলে ও নিয়ন্ত্রণে আছে। নালিশী জমির উপরে তাদের কোন কোন ধরনের আইনগত অধিকার নেই। তাই জমিতে অবৈধভাবে স্থাপন ৩টি সমাধি ভেঙে দেওয়া হয়েছে। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান বলেন, উল্লেখিত জমি এটা সরকারের অর্পিত সম্পত্তি। আদালতের নিষেধাজ্ঞা আছে ওই জমিতে কোন পক্ষই যেতে পারবে না কিন্তু একটা পক্ষ ওই জমিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ না মরলেও সমাধি বানিয়ে জমিটা দখলে নেওয়ার চেষ্টা করছে। এজন্য এসিল্যান্ড গিয়ে তাদের বানানো সমাধি ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে জেলা প্রশাসক সহ কাহারোল থানায় একটি চিঠিও দিয়েছি। যাতে জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ ওই জমিতে যেতে না পারে। বরং আমরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যাইনি যারা অভিযোগ করেছে তারাই আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে সমাধি বানিয়ে দখলে নেওয়ার চেষ্টা করছে।

Spread the love