বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে এবার লিচুর ফলন ভাল ও দাম ভাল পাওয়ার আশা করছে লিচু চাষীরা

মোঃ রশিদুল ইসলাম, কাহারোল প্রতিনিধি ঃ কাহারোলে আশানারূপ লিচুর ফলন ভাল হওয়ায় এবং দাম পাওয়া চাষীরা ও ব্যবসায়ীদের মুখে হাঁসি ফুঁটছে।
লিচুর জন্য বিখ্যাত ও পরিচিত দেশের উত্তরের জেলা দিনাজপুর। এই জেলায় রসালো ও সুস্বাদু লিচু চাষাবাদ হয়ে থাকে ব্যাপক হারে। দিনাজপুরের লিচু দেশের বিভিন্ন জেলা গুলোতে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়ে থাকে। আর দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ও লিচু চাষাবাদের ক্ষেত্রে পিছিয়ে নেই একেবারে। তবে এবার কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে অন্য বছরের তুলনায় এবছর লিচুর ফলন হয়েছে অধিকাংশই ভাল। এর ফলে অনেক লিচু চাষী ও ব্যবসায়ীরা লাভের আশা করছে। এদিকে গতকাল শনিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবছর লিচুর ফলন ভালো হয়েছে এবং বর্তমান বাজারে লিচুর দামও রয়েছে অন্য বছরের তুলনায় অনেক বেশি। এখন লিচু চাষী ও ব্যবসায়ীরা মাদ্রাজী জাতের লিচুর গাছ থেকে লিচু ভেঙ্গে বিভিন্ন পরিবহন যোগে অধিক লাভের আশায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি শুরু করেছে ইতোমধ্যে। স্থানীয় ভাবে বাজারে মাদ্রাজী লিচুর চাহিদাও অনেক বেশি। বর্তমানে রমজান মাস শুরু হওয়ায় লিচুর চাহিদা আপাতত একটু কম হওয়ায় ব্যবসায়ী ও লিচু চাষীরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। বর্তমানে চায়না-৩, বেদেনা, বোম্বাই, কাঁঠালী বেদেনা জাতের লিচুর লাল বর্ণ আসতে শুরু করেছে গাছে গাছে ও থোকায়-থোকায়। এসব জাতের লিচু আগামী কয়েকদিন পরেই লিচু চাষী ও ব্যবসায়ীরা বাজারে বিক্রি করার জন্য গাছ থেকে ভাঙ্গা শুরু করবেন বলে রসুলপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের লিচু চাষী মোজাম্মেল হক ও লিচু ব্যবসায়ী রহিম উদ্দীন জানান।

Spread the love