শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শুরু

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা ॥ দিনাজপুরের কাহারোলে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শুরু। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ, রংপুর-এর আয়োজনে ও উপজেলা কৃষি অধিদপ্তর এর সহযোগিতায় ২০ আগস্ট হতে উপজেলা হলরুমে ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রশিক্ষণের কো-অর্ডিনেটর মোঃ মারুফুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, বারটান ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস ছালাম। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার, স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মী, ইউপি সদস্য এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ কর্মীবৃন্দ।

Spread the love