শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্জের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০ টায় কাহারোল উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, কাহারোল প্রেস ক্লাব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্প স্তপক অর্পন করেন। পুস্প স্তপক প্রদান শেষে উপজেলা চত্বর থেকে এক বিশাল শোক র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে ১৫ আগস্ট এর উপর তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর- আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। অন্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা আ’লীগ নেতা মোঃ মনসুর আলী প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ১৫ আগস্টের উপরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Spread the love