শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে দিন ব্যাপী গীতা চর্চা সম্মেলন ও যজ্ঞ অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে

দিন ব্যাপী গীতা সম্মেলন ও যজ্ঞ অনুষ্ঠিত।

দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তাড়গাঁও ইউনিয়নের কৈনগর শ্রী শ্রী গীতা চর্চা কেন্দ্রীয় আশ্রমে এক দিন ব্যাপী গীতা সম্মেলন ও যজ্ঞ অনুষ্ঠান গত ১৩ মার্চ/১৫ তারিখে বাবু প্রেমহরী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাহারোল উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্ব নার্থ রায়। সম্মেলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখানে গীতাচর্চার প্রতিষ্ঠাতা বাবু আনন্দ মোহন রায়, আশ্রমের সাধারণ সম্পাদক দ্বিনেশ চন্দ্র রায়, ধীরেন্দ্র নাথ রায়, কোষাধক্ষ্য শ্যামাকান্ত দেবশর্মা সহ স্থানীয় ভক্তবৃন্দ বতৃত্তা করেন। জানা যায়, গীতা সম্মেলন ও যজ্ঞ অনুষ্ঠানে ৬৮টি গীতা চর্চা কেন্দ্রের ছাত্র/ছাত্রীও তাদের অভিভাবক বৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। উক্ত আশ্রমটি জরার্জিন্ন অবস্থায় রয়েছে। আশ্রমে বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা তেমন নেই। এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আশ্রমটির দিকে একটু দৃষ্টি দিলে আশ্রমের উন্নয়নে হবে বলে ভক্তবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

Spread the love