শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে ভূট্টা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ভূট্টা চাষে ব্যাপক ভাবে সাড়া জাগিয়েছে কৃষকদের মাঝে। ইতিপূর্বে বেশির ভাগই ধান, গম আবাদ হইত এই এলাকায়। বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উন্নত জাতের উচ্চ ফলনশীল হাইব্রীড জাতের ভূট্টা চাষে মনোনিবেশ করেছেন কৃষকরা। ফলন ভাল হওয়ায় ভূট্টা চাষে আগ্রহ ছড়িয়ে পড়েছে কৃষকদের মাঝে। বাংলাদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই যুগের সাথে তাল মিলিয়ে ভূট্টাকে কৃষি সম্ভাবনাময় ফসল হিসাবে বেছে নেয়। যেহেতু ভূট্টা চাষে অল্প পরিশ্রম, স্বপ্ল খরচে বেশি ফলন পাওয়া যায়। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার হেক্টর। উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার অরুন কুমার রায় বলেন, আমরা সব সময় কৃষকদের মাঝে কিভাবে ভাল ফলন ফলানো যায়, সে বিষয়ে পরামর্শ দিয়ে আসছি।

Spread the love