শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে মুক্তিযোদ্ধা সংসদের পুনর্মিলনী ও পরিচিতি সভা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক পূনর্মিলনী ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত।

দিনাজপুরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাহারোল উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্দ্যোগে গতকাল ১১ সেপ্টেম্বর/১৪ বেলা ১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পুরন চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত পূনর্মিলনী ও পরিচিতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ্ব মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য আব্দুল মালেক সরকার, সাবেক উপজেলা কমান্ডার ও (অবঃ) অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এ,কে,এম ফারুক। পূনর্মিলনী অনুষ্ঠানে ও আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার মোঃ রেজাউল ইসলাম ঝুনু, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক কমান্ডার আলহাজ্ব খতিবুদ্দিন আহম্মেদ, ধীরেন্দ্র নাথ রায়, ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সালাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দ্বিজেন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ রায় সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বক্তৃতা করেন। পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা রাস্তার ফকির নই যে আপনাদের ভিক্ষা ও করুনা নিয়ে আমাদের চলতে হবে। আমরা এ দেশকে সংগ্রাম করে স্বাধীন করেছি। তাই আমরা স্বাধীন দেশের বীর মুক্তিযোদ্ধা হিসেবে বেচে থেকে আমাদের অধিকার আদায় করতে চাই। উপস্থিত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেন।

Spread the love