শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করলেন-জেলা প্রশাসক

মোঃ রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষার উপরে গুরুত্বারোপ করেছেন। ছাত্র-ছাত্রীদেরকে একই রকমের পোশাক পরিধান করাইলে কারো মনে কোন রকম বড়-ছোট মনোভাব থাকে না, সবাই সবাইকে আপন মনে করে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তোমরা ভালোভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠবে এবং সমাজ ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবে। তোমরা কেহই লেখাপড়া থেকে বিরত থাকবে না। বাল্য বিবাহ ও মাদক থেকে সবসময় তোমরা বিরত থাকবে এবং শিক্ষার্থীর অভিভাবকদের এব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি ১৯ জুন’১৯ বেলা ১২ টার সময় দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পূর্ব সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে ও কাহারোল উপজেলা প্রশাসন এবং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। এই উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়াউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম হেলাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কারিমুন নেছা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ প্রমুখ।

Spread the love