শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে শ্রী শ্রী কান্তজীউর ঐতিহাসিক রাস মেলা শুরু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৫নং সুন্দর পুর ইউনিয়নের নিকটবর্তী ঢেঁপা নদীর পশ্চীম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউর মন্দির প্রাঙ্গনে গত শনিবার থেকে মাস ব্যাপী শুরু হয়েছে শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা। গত শনিবার ১৬ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে, মেলাটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাষক ও রাজ দেবোত্তর এস্টেটের সভাপতি আহম্মাদ শামীম আল রাজী। এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ, দিনাজপুর রাজ দেবোত্তরের এজেন্ট অমলেন্দু ভৌমিক, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, কাহারোল উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায় প্রমূখ। মাস ব্যাপী রাস মেলার সুষ্ঠ ভাবে বাস্তবায়নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মেলা শুরুর দিন থেকেই বিভিন্ন দেশের পর্যটকদের আগমন ঘটেছে এ মেলায়। হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক তীর্থস্থানটিতে শুধু হিন্দু ভক্তদের আগমন ঘটেনি সকল ধর্মের কর্মের মানুষের আগমনে মুখরিত হয়ে উঠেছে এই মন্দির প্রাঙ্গন। মন্দিরটিকে ঘিরে চার পাশে বসেছে হাজারো ভক্তের পদাবলী কীর্তনের আসর। হাজার হাজার নর-নারী মনের বাঞ্ছনা পূরনে প্রার্থনা করতে দেখা গেছে এই ঐতিহাসিক মন্দির প্রাঙ্গনে। মাস ব্যাপি এই রাস মেলায় দর্শকদের আনন্দ বিনোদনের জন্য রওশন সার্কাস ও যাত্রাপালা গানেরও আয়োজন করা হয়েছে।

Spread the love