মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

মোঃ রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা আবশ্যক। খেয়াল করতে হবে জীবনকে গড়তে হলে পড়ালেখাকে বেশি গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ দিয়ে বিশেষ অবদান রেখে চলেছে। নিজের প্রতিভাকে বিকশিত করতে হলে ছাত্র জীবন থেকেই নিজেকে গড়তে হবে। তিনি শিক্ষকদের বলেন, সব থেকে আপনাদেরকেই ছাত্র/ছাত্রীদের প্রতি আন্তরিকতা হতে হবে। কারণ শিক্ষক মানুষ গড়ার কারিগর। আপনারা নিজের সন্তান মনে করে শিক্ষার্থীদের শিক্ষা দান করবেন। তাহলেই শিক্ষার্থীরা মানুষের মত মানুষ হয়ে উঠবে। পর্যায়ক্রমে অবশিষ্ট বিদ্যালয় গুলোতেও ল্যাপটপ প্রদান করা হবে। ১৬ জুলাই সাড়ে ১১ টায় কাহারোল উপজেলার অডিটোরিয়াম হল রুমে উপজেলার ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই সব কথাগুলো বলেন। কাহারোল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন ও ৪ জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জিয়া, ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকার পরিচালক ও সভাপতি আলহাজ¦ মো. মাজেদুর রহমান খোকন প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালন করেন, রথিন্দ্র নাথ রায়।

Spread the love