শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে হাই হ্যাচারী পোনা উত্পাদনে সফল ভূমিকা পালন করছে

সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার কাহারোল উপজেলা মেসার্স হাই হ্যাচারী এন্ড ফিস ফার্ম রেনু পোনা উত্পাদনে ব্যাপক সফলতা এনেছে৷ হাই হ্যাচারীর প্রোঃ জানান, তার হ্যাচারীতে মনোসেকস তেলাপিয়ার পোনা সহ সূলভ মূল্যে রাজধানী সহ সারাদেশে ব্যাপক সারা জাগিয়েছে৷ রেনু পোনা গুলি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ উত্তরাঞ্চলের মত্স্য চাষীরা প্রতিদিন পোনা নিয়ে যাচ্ছে৷ তিনি আরও জানান, এবার তার হ্যাচারী হতে মনোসেকস তেলাপিয়া পোনা ১ কোটি পিচ উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ আজ পর্যন্ত ৪০ লক্ষ পিচ তেলাপিয়া পোনা মাছ মত্স্যজীবিরা এখান থেকে নিয়ে গেছে৷ আগামী কয়েকদিনের মধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে তিনি জানান৷ অন্যান্য রেনু পোনা ২ হাজার কেজি উত্পাদন হবে তার হ্যাচারী থেকে৷ সফল পোনা উত্পাদক হাই হ্যাচারী, ৫ একর জমিতে ৭ টি পুকুরে নিজস্ব খামারের মাছের ডিম সংগ্রহ করে পোনা উত্পাদন করা হয়৷ হাই হ্যাচারীর প্রোঃ দেশের মত্স্য গবেষনা ইনস্টটিউট থেকে প্রশিক্ষণ পার্বতীপুর মত্স্য খামার থেকে প্রশিক্ষণ, ইউনিভিশন, জি-মার্ক, ওয়ার্ল্ড ফিস ১১ দিন ভিয়েত নামে কৈ, পাঙ্গাস মাছের উপরে প্রশিক্ষণ নিয়েছেন৷ পুকুরে পোনা উত্পাদন করে তিনি স্বালম্বী৷

Spread the love