শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে ১৯০টি ভূমিহীন পরিবার গুচ্ছ গ্রামে ঠাই পাওয়ায় সেখানে আনন্দের বন্যা বইছে।

মোঃ রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে ভূমিহীন ১৯০টি পরিবার ঠাই পেয়েছে সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গুচ্ছ গ্রাম- ১,২ এবং রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বরগ্রাম গুচ্ছগ্রামে। দিনাজপুরের কাহারোল উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার পূর্বে সুন্দরপুর ইউনিয়নে অবস্থিত সুন্দরপুর গুচ্ছগ্রাম-১ ও ২ এবং উপজেলা সদর থেকে ৭ কিঃ মিঃ পূর্ব-দক্ষিণে রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বরগ্রাম গুচ্ছগ্রাম। আর এই গুচ্ছগ্রামের মধ্যে ঠাই পেয়েছে অত্র দু’টি ইউনিয়নের ১৯০টি ভূমিহীন পরিবার। জানা যায়, প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে সুন্দরপুর গুচ্ছ গ্রাম-১ ও ২ এবং রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বরগ্রাম গুচ্ছ গ্রাম এর নির্মাণ কাজ ইতোমধ্যে সরকারী নিয়ম নীতি ও প্রাক্কলন অনুযায়ী সমাপ্ত করা হয়েছে বলে নির্ভর যোগ্য সূত্রে জানা যায়। ভূমিহীনদের জন্য নির্মানকৃত গুচ্ছগ্রাম গুলো গত ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুন্দরপুর-১, ২ গুচ্চগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একই সালে বর্তমান ভুমি মন্ত্রী সাইফুজামান চৌধুরী জাবেদ সুন্দরপুর গুচ্ছগ্রাম সম্প্রসারণ-১, ২ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন। গত ১৫ জানুয়ারী’১৯ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এক নজর  সরেজমিনে ঘুরে দেখা গেছে, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর মৌজার ঢেপা নদীর চরে ৫ একর ৭৫ শতক এবং রামচন্দ্রপুর ইউনিয়নের ৪ একর ২০ শতক জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে সুন্দরপুর গুচ্ছ গ্রাম গুলো। গত ২০১৮ সালে রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বরগ্রাম মৌজায় ৫০ টি ভূমিহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে গুচ্ছগ্রাম। সরকারের ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায়, সিভিআরপি প্রকল্পের আওতায় সুন্দরপুর গুচ্ছ গ্রাম-১ ও ২ এবং  ঈশ্বগ্রাম গুচ্ছ গ্রাম প্রকল্প তিনটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ঐসব গুচ্ছ গ্রামের শত ভাগ কাজ প্রাক্কলন অনুযায়ী ইতোমধ্যে সমাপ্ত করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য সরকারের ব্যয় হবে দেড় লক্ষ টাকার মত। সুন্দরপুর গুচ্ছ গ্রামের ভূমিহীনরা যেন মাছ চাষ করতে পারেন সেই জন্য ২ একর ৫০ শতক এবং ঈশ্বরগ্রাম জায়গা জুড়ে পৃথক পৃথক ভাবে রয়েছে বিশাল আকৃতির তিনটি পুকুর। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১টি করে টিনের ঘর, স্যানেটারী ল্যাট্রিন, বন্ধু চুলা (উন্নত চুলা), এ ছাড়াও ৬টি পরিবারের জন্য ১টি করে  টিউবওয়েল স্থাপন করা হলেও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ-এর নিজ উদ্যোগে গুচ্ছগ্রাম গুলোতে বসানো হয়েছে অতিরিক্ত টিউবওয়েল ও বিশ্রামের জন্য নির্মাণ করা হয় গোল চত্বর। এর পাশাপাশি রয়েছে ফুল ও ফলের গাছের চারা রোপন করা। এছাড়াও ভূমিহীন পরিবারকে স্বাবলম্বি করতে গড়ে তোলা হয়েছে ১টি সঞ্চয় সমিতি আর ইউসিসিএ-এর মাধ্যমে ইতোমধ্যে ভূমিহীনদেরকে প্রশিক্ষণ গ্রহণ ও ঋণ প্রদান করা হয়, সৌর বিদ্যুৎ এবং বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে, বিনোদনের জন্য রয়েছে মাল্টিপারপাস হলরুম, ইউ,এন,ও’র নিজ উদ্যোগে নির্মাণ করা হয়েছে গুচ্ছগ্রামে মসজিদ ও মন্দির। সরকারি ভাবে সুন্দরপুর ও রামচন্দ্রপুর ইউনিয়নে তিনটি গুচ্ছ গ্রাম নির্মাণ করে ১৯০টি ভূমিহীন পরিবার মাথা গোজাবার ঠাই পেয়েছে এবং ভূমিহীনদের মুখে হাঁসি ফুঁটে উঠেছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ-এর সঙ্গে গুচ্ছগ্রাম নির্মাণ বিষয়ে কথা  হলে তিনি জানান, আমি কাহারোল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণের পর অত্র সুন্দরপুর-২ (আংশিক) ও রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বরগ্রাম সহ তিনটি গু”্ছগ্রাম নির্মান কাজ সুষ্ঠ ও প্রাক্কলন মোতাবেক সম্পূর্ণ করি এবং সেই গুচ্ছ গ্রামে বসবাসরত পরিবারগুলো সঠিক ভাবে ও মনোযোগ সহকারে গরু-ছাগল, হাঁস-মুরগী, মাছ চাষ করে সাবলম্বী হতে পারে সেই জন্য সর্বদায় আমার পক্ষ থেকে চেষ্টা অব্যাহত ছিল এবং সরকারের পক্ষ থেকে ও সকল প্রকার সহযোগিতা অব্যাহত ছিল। তিনি আরও জানান, এসব ভূমিহীন পরিবারগুলো দীর্ঘদিন ধরে রাস্তার ধারে সরকারী ও মালিকানাধীন পরিত্যাক্ত ভূমির উপরে অতি কষ্টে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিল, তাদেরকে সরকার গুচ্ছগ্রামে সরকারি ভাবে পূর্ণবাসিত করার জন্য গুচ্ছগ্রাম প্রকল্প গ্রহণের মাধ্যমে ঘর তৈরী করে বসবাসের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। যাতে তারা আর ঘর বা ভূমির জন্য এদিক-সেদিক ছোটাছুটি করতে না হয় তারই ব্যবস্থা করেছে বর্তমান সরকার। ভূমিহীনরা গুচ্ছগ্রামে মাথা গোজার ঠাই পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ১৯০টি ভূমিহীনদের মধ্যে প্রশাসনের পক্ষ হতে ইতোমধ্যে জমির দলিল, নামজারি সহ যাবতীয় কাগজপত্র প্রদান করা হয়েছে। এদিকে সুন্দরপুর গুচ্ছগ্রামে সরকারী ঘর পাওয়া মোঃ শরিফুল আলম, নুরুজ্জামান, নুর আলম ও রোকেয়া খাতুন সহ আরও অনেকেই জানান, আমরা পূর্বের চেয়ে বর্তমানে ভাল আছি গুচ্ছগ্রামের ঘরে বসবাস করে। তারা আরও জানান, আমরা জানি গুচ্ছগ্রামে সরকার শুধু ঘর নির্মাণ করে দিয়েছেন। কিন্তু ঘরের মেঝে পাকা না করার কারণে আমাদের বসবাসে অসুবিধা হওয়ায় ইউ,এন,ও স্যার নিজ উদ্দ্যোগে ঘরের মেঝে পাকা করে দিয়ে আমাদের মনে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Spread the love