মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোল আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম আর নেই

ফজিবর রহমান বাবু ॥ কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম (বোল্ডার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ স্ত্রী, ৪ পুত্র সন্তান ও অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন। তিনি প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি গতকাল ১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় (আই.সি.ইউ)তে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সংবাদ কাহারোলে এসে পৌছালে শোকের ছায়া নেমে আসে। এদিকে তার মৃত্যু সংবাদ পেয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছুটে যান। চেয়ারম্যানকে স্থানীয় সংসদ সদস্য শেষবারের মত এক নজর দেখেন এবং মর্মাহত হন। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের অভিভাবকের মমতায় সান্তনা দেন।
এছাড়া চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুতে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গণমাধ্যমে এক শোকবার্তা পাঠিয়েছেন। শোকবার্তায় তিনি বলেছেন, নজরুল ইসলাম আজীবন এলাকার মানুষের কল্যানে নিবেদিতভাবে কাজ করে গেছেন। অত্যন্ত জনপ্রিয় ও নিবেদিত প্রাণের এই মানুষটি মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হলো তা কোনদিনও পূরণ হবার নয়। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কাহারোল প্রেস ক্লাব, উপজেলা মহিলা যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য কিডনী, হৃদ রোগ ও ডায়বেটিস রোগে ভূগছিলেন।

Spread the love