শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোল উপজেলায় প্রতিবন্ধী মানুষের স্থানীয় উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রির্পোটার ॥ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে সেন্টার ফর ডিজ এ্যাবিলিটির আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকার, ন্যায় বিচার ও প্রাপ্যতা নিশ্চিত করন প্রকল্পের আওতায় প্রতিবন্ধী মানুষের স্থানীয় উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে ইউনিয়ন প্রতিবন্ধী স্ব-সংগঠনের সদস্য ফিরদৌসী খাতুন, দিলিপ কুমার রায়, বকুল চন্দ্র রায়, মোঃ বেলাল হোসেন, রাজ্জাক আলী, খোকা রায়, চিত্ত অধিকারী, মুকুল চন্দ্র রায়, দিনেশ চন্দ্র রায়, কৃষ্ণ রায়, গোপাল রায়, জয়শ্রী রায়, নিরেন চন্দ্র প্রতিবন্ধীদের সেবা প্রাপ্তি নিয়ে প্রশ্নত্তোর পর্বে উত্তর দেন ১নং ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়, কাহারোল ভাইস চেয়ারম্যান হৃদয় কুমার রায় প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হালিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র রায় ও সমাজসেবা অফিসার রাজিব বাগচী। প্রতিবন্ধীদের প্রতিবেদন পাঠ করেন ইউপি সচিব পরিতোষ চন্দ্র রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিডি’র প্রোগ্রাম অফিসার শৈলেন চন্দ্র রায়। সংলাপের প্রতিবেদন পাঠ ও সিদ্ধান্ত সমূহর উপর আলোচনা করেন প্রোগ্রাম অফিসার কৃষ্ণ কান্ত রায়। ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য, কৃষি, প্রাণি সম্পদ, সমাজসেবা দপ্তর হতে প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে সেবা প্রাপ্ত হবে সে বিষয় আলোচনা করে বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সন্তান। তাদের উন্নয়নে আমাদের কাজ করতে হবে। প্রতিবন্ধী সংগঠনের নেতাদের নেতৃত্ব বিকাশ, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, প্রতিবন্ধীদের অধিকার আদায়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের উন্নয়নের মূল স্রোতধারায় তাদেরকে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

Spread the love