শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোল উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি’র একক প্রার্থী, দ্বিধাদ্বন্দ্বে আওয়ামী লীগ

Kharolকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনার আগে থেকেই প্রার্থীরা দৌড়-ঝাপ শুরু করেছিলেন। নির্বাচন ১৯ ফেব্রুয়ারী। ৩টি পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিএনপি’র একক প্রার্থী ঘোষনা করলেও, দ্বিধাদন্ডে আ’লীগ। বিএনপিতে একাধিক প্রার্থী লবিং চালিয়ে গেলেও শেষ পর্যন্ত একক প্রার্থী ঘোষনা করেছেন বিএনপি। বিএনপি’র একক প্রার্থী হচ্ছেন কাহারোল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ চৌধুরী (মামুন)। বিএনপি’র প্রার্থী ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। অপরদিকে আ’লীগের ৪জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে নিজ নিজ পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। আ’লীগ প্রার্থী আব্দুল মালেক সরকার, আ’লীগ প্রার্থী গোপেশ চন্দ্র রায়, আ’লীগ প্রার্থী শরীফ উদ্দীন আহম্মেদ ও আ’লীগ প্রার্থী মোহন চন্দ্র রায় নিজেরা দলীয় পরিচয় দিয়ে ভোটারদের মাঝে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা জয়ের লক্ষে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। অতীতের ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য ভোটারদের নিকট আকুল আবেদন করছেন। এবার কাহারোল উপজেলায় ৪৩টি ভোট কেন্দ্রে ১ লাখ ২ হাজার ১৯৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। উপজেলার চায়ের দোকান সহ সর্বত্রই চলছে ভোটের আলোচনা। প্রার্থীরা নিজেদের অবস্থান সম্পর্কে ভোটারদের নিকট তুলে ধরছেন। প্রার্থীরা রাতদিন ব্যস্ত হয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যানদর পাশাপাশি মহিলা ও পুরুষ ভাইস-চেয়ারম্যানরাও বসে নাই। তারাও তাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা হলেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিরা মাহবুব, সুধা রানী রায়, জুলেখা বেগম, আবু মৌসুমী আক্তার, বীনা রানী শীল। পুরুষ ভাইস-চেয়ারম্যান হাফিজুল ইসলাম, জয়নাল আবেদনী সরকার, ঈদয় চন্দ্র রায়, আব্দুল গনি ও ওসমান গনি।

Spread the love