শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোল ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞান সম্মত এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, নিরক্ষরমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশকে একটি শিক্ষিত জাতিতে পরিণত করতে শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞান সম্মত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনস্ক সমাজ গঠনের মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে মুক্তিযুদ্ধের চেতনার বাসত্মবায়ন সম্ভব। সৎ, বিবেকবান ও প্রগতিশীল মন-মানসিকতার মানুষ তৈরী করতে পারলে দেশে দুর্নীতির পাশাপাশি বন্ধ হবে সন্ত্রাস ও গণতন্ত্র বিরোধী অশুভ পায়তারা। তিনি গত ১২ ডিসেম্বর/১৪ইং রোজ শুক্রবার সন্ধ্যায় কাহারোল ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উক্ত সমাবেশে কাহারোল ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম হাসান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক বাবু বানেশ্বর চন্দ্র রায় প্রমুখ।

Spread the love